দেশে সত্তর দশকের নন্দিত চিত্রনায়িকা ববিতা। নিজের ফেসবুকে কিংবদন্তি এ নায়িকা জানিয়েছেন তার অসুস্থতার কথা
দেশে ফিরে অসুস্থতা পিছুই ছাড়ছে না ববিতার। তেমনটাই জানালেন তিনি। পর্দা কাঁপানো এ অভিনেত্রী লিখেছেন, ‘এবার দেশে এসে, বেশির ভাগ সময় ঘর বন্দি হয়ে পড়েছি। তাই অসুস্থতা পিছু ছাড়ছে না।
স্যালাইন লাগানো হাতের ছবি পোস্ট করে চিত্রনায়িকা ববিতা তার বর্তমান অবস্থার কথা জানিয়েছেন এর আগে এবার পবিত্র রমজান মাসে রোজা রাখার মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে। গত ২৩ মার্চ ববিতা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল আইডিতে একটি ছবি আপলোড করেন।
ছবিতে দেখা যায়, পেঁপে ও ইসবগুল এ দুই ধরনের শরবত, দই, খেজুর, কাঠ বাদাম, সিদ্ধ ডিম আর বিভিন্ন ধরনের ফল ইফতারে প্রাধান্য দেন ববিতা। ক্যাপশনে লেখেন, ভাজাপোড়া খেতে পারি না,অনেক সমস্যা হয়।