ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রোমা দায়িত্ব ফিরে পাওয়ায় মিষ্টি বিতরণ ও ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন এলাকাবাসি।
আজ বৃহস্পতিবার (১৭এপ্রিল) বেলা ১২টার দিকে সূতিপাড়া ইউনিয়ন পরিষদে মিষ্টি বিতরণ ও ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন বিএনপির নেতাকর্মীসহ ইউনিয়নের সাধারণ জনগণ। মোঃ রমিজুর রহমান রোমা সূতিপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে ৪/০৩/২০২৫ তারিখে জেলা প্রশাসক (ঢাকা) তানভীর আহমেদ ইউনিয়ন পরিষদ পরিচালনার অর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)কে ক্ষমতা অর্পণ করেন।
এরপর রমিজুর রহমান রোমা মহামান্য হাইকোট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করেন। এর ফলে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমিজুর রহমান রোমা ও চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতিকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা ফিরে পান। এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর সূতিপাড়া ইউনিয়ন বাসির মধ্যে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরাসহ সাধারণ জনগণ।
এরপর আজ বেলা ১২টার দিকে চেয়ারম্যান রমিজুর রহমান রোমাকে ফিরে পেয়ে ফুলের মালা পড়িয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারে বসান। এই বিষয়ে রমিজুর রহমান রোমা বলেন, আমি বিএনপির সাথে রাজনৈতিক ভাবে জড়িত বলে বিগত ১৭টি বছর ফ্যাসিস্ট আওয়ামী-লীগের আমলে অনেক মামলা হামলার শিকার হয়েছি।আমি আওয়ামী-লীগের আমলে যুদ্ধ করে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলাম।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ক্ষমতা থেকে পদচত্যু করে ছিলেন।কিন্তু মহামান্য হাইকোট ডিভিশনে একটি রিট পিটিশন মাধ্যমে আজ আমি পুর্ণবহাল হয়েছি। আমি সূতিপাড়া ইউনিয়ন বাসির সাথে থেকে সূতিপাড়া ইউনিয়নকে উন্নয়ন করতে চায়।
এই সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হোসেন, যুবদল নেতা ও ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন, ইউপি সদস্য এমদাদুল হকসহ এলাকার লোকজন ছিলেন।