ঢাকার ধামরাইয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে একুশে টেলিভিশনের ২৫ তম রজতজয়ন্তী পালিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) ধামরাইয়ে একুশে টেলিভিশনের রজতজয়ন্তী উপলক্ষে এক শোভাযাত্রা, কেক কাঁটা ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় একুশে টেলিভিশনের প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, ধামরাই কৃষি অফিসার মো. আরিফুর রহমান, সমাজসেবা অফিসার এস এম হাসান, নিরাপদ সড়ক চাই আন্দোলন ধামরাই কমিটির সভাপতি নাহিদ মিয়া, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, আরটিভির সাংবাদিক রাজিউল হাসান পলাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সন্বয়ক আদনান আহমেদ হাসানসহ ধামরাইয়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।
তারা প্রতিষ্ঠার পর থেকে একুশে টেলিভিশনের সাহসী ও নির্ভিক সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্দমে ইটিভি আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।