বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) উচ্চ আদালতের নির্দেশে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটি প্রতীক হিসেবে বরাদ্দ পেয়েছে ‘রকেট’।
আজ বুধবার (৯ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএমজেপি দলের প্রেসিডেন্ট সুকৃতি কুমার মণ্ডলের কাছে নিবন্ধন সনদ তুলে দেন ইসির এই সিনিয়র সচিব আখতার আহমেদ। দলটির নিবন্ধন নম্বর ৫৫
বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতি কুমার বলেন, ২০১৮ সালে নিবন্ধন পেতে তারা আবেদন করেছিলেন। বিশেষ কারণে ওই সময় নিবন্ধন পাননি। বাছাইয়ে আমরা ছিলাম। দুইটি দলকে দেয়। আমরা প্রতিবাদ জানাই।