বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ধামরাই উপজেলা শাখার আয়োজনে ইটাভাটায় মোবাইল কোর্ট, জরিমানা,ভাঙচুর বন্ধের প্রতিবাদে ইট প্রস্তুতকারী মালিক সমিতির পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন। সেই সাথে মাননীয় প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ ধামরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভাটা মালিক ও শ্রমিকরা।
গেলো বুধবার ( ৫মার্চ) বেলা ১টার দিকে ধামরাই উপজেলা চত্বরে ধামরাই ইট প্রস্তুতকারী মালিক সমিতি ধামরাই শাখার আয়োজনে ইটভাটা মালিক সমিতির শ্রমিকরা ইটবাটার ছাড়পত্র, লাইসেন্স প্রাস্তির এবং ভাটা চালু রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় বরাবর একটি স্মাবকলিপি প্রদান করা হয়। ভাটা শ্রমিকরা বলেন, ইটভাটা বন্ধ হলে আমাদের ছেলে সন্তান নিয়ে না খেয়ে মরতে হবে। এই কর্মের উপওে আমাদের সংসার । আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ থেকে শুরু করে সঙসারের যাবতীয় খরচ চলে এই কাজ থেকে। ধামরাই উপজেলা পরিষদ চত্বরে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলা ইট প্রস্তুত মালিক সমিতির আহবায়ক মোঃ জালাল উদ্দিন বলেন, আমরা অনেক টাকা ব্যায় করেছি ভাটায়।
এখন যদি ভাটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা ক্ষতিগ্রস্তু হয়ে পড়বো। এছাড়া হাজার হাজার শ্রমিক ভাটায় কাজ করে তারা কাজ হারিয়ে বেকার হয়ে পড়বে। তাই আমরা চায় আমাদের ইটভাটা পরিচালনার লাইসেন্স এবং ছাড়পত্র দেওয়ার জোর দাবি জানায়। তিনি আর বলেন, তদন্ত করে আমাদের ইটভাটা গুলিকে পরিবেশের ছাড়পত্র দেওয়া হক। এছাড়া দেশের উন্নয়ন ও মানুষের কর্মসংস্থানের অবদান রাখার সুযোগ করে দেওয়ার জন্য সরকারের কাছে আমরা জোর দাবি করছি। এই বিষয়ে ধামরাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক বলেন, ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আমাকে একটি স্মারকলিপি দিয়েছে। আমি এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ধামরাইয়ে অনেক ইটভাটা লাইসেন্স ছাড়াই চলছে। সেগুলো হাইকোর্টের নির্দেশে ভাঙা হচ্ছে।
আইন তার নিজের গতিতে চলবে। এখানে ইটভাটা মালিকরা বলেছে। এই বছর আমাদের অনেক টাকা বিনিযোগ করা হয়েছে। আবার শ্রমিকরা বেকার হওয়ার কথাও বলেছে। আমরা বিষয় গুলো নিয়ে পরিবেশ মন্ত্রনালয়কে জানিয়েছি। তবে হাইকোর্ট অবৈধ ইটভাটা ভাঙার নির্দেশ দিয়েছে।