বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্ররা যেভাবে ছাত্র জনতার গণঅভ্যর্থন কে সংগঠিত করে নতুন বাংলাদেশ নির্মাণ করার একটি সুযোগ করে দিল। সেই সুযোগটা যেন তারা গ্রহণ করেন শুধু রাজনৈতিক সামাজিক জীবন শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য সর্বক্ষেত্রে যাতে আবর নতুন একটি বাংলাদেশ দেখতে পান।
রবিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি'র আয়োজনে জেলা স্কুল বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন গণতন্ত্রের কোন বিকল্প নেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচন এই হচ্ছে একমাত্র পথ। যার মাধ্যমে তারা গণতন্ত্রে ফিরে যেতে পারে। সেটাই একমাত্র পথ যেটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। তার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন।
জিয়াউর রহমান কে মনে করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং বর্তমান নেতা তারেক রহমান যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন পরিবর্তন এবং নতুনদের আগমন এইজন্য তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। এইজন্য তিনি তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠাকুরগাঁও পৌর শাখার সদস্য, ফুটবল লীগ পরিচালনা কমিটি সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বেএ সময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঢাকা উত্তর শাখার আহবায়ক আমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বিরসহ অন্যান্যরা।