মানিকগঞ্জে আবাসিত হোটেলে চাঞ্চল্যকর ও আলোচিত রোকসানা নামে এক নারীকে দেখানো হত্যার ঘটনায় স্বামী মোঃ রুবেল (৩৭)কে গ্রেফতার করেছে র্যাব। হত্যার রহস্য উদঘাটন সহ হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করেছে র্যাব-৪সিপিসি-৩।
মঙ্গলবার (২৬নভেম্বর) সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর কর্মকর্তা লে:কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন। এর আগে সোমবার (২৫নভেম্বর) দিনগত গভীর রাতে ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রুবেল মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকার মোঃ লাল মিয়ার ছেলে। র্যাব সুত্রে জানা যায়, ভিকটিম রোকসানা (৩৬) নওগাঁ জেলার আত্রাই থানাধীন সাহাগোলা এলাকায় বসবাস করতো।
প্রথম স্বামীর সাথে ভিকটিম বিবাহ বিচ্ছেদের পর পেটের দায়ে ঢাকায় এসে সাভার গণস্বাস্থ্য হাসপাতাল চাকরি নেন। ওইখানে সেবা নিতে আসা বিবাদী রুবেলের সাথে ভিকটিমের পরিচয়, পরে প্রেমের সম্পর্ক গড়ে ২০২২ সালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কয়েকমাস যাবৎ দুজনের মধ্যে প্রায় সময় ঝগড়াঝাটি চলতে থাকে। এরই জের ধরে গত ২৪ নভেম্বর রবিবার গভীর রাতে ভিকটিমকে ফুসলিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে রংধনু আবাসিক হোটেলে নিয়ে যায়। হোটেলের ৫ম তলায় দক্ষিণ পাশে ৫২৬ নং কক্ষে উঠেন তারা। সেখানেও ফের উভয়ের মধ্যে বাকবিতন্ডার শুরু হয়। এক পর্যায়ে বিবাদী তার সাথে থাকা ধারালো চাকু দিয়ে ভিকটিমকে জবাই করে হত্যা করে। এরপর ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু নিয়ে পালিয়ে যায়। পরদিন ২৫ নভেম্বর সোমবার সকালে রংধনু হোটেলের ম্যানেজার ৫২৬ নং কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করলে কোন সারা না পেয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে রোকসানার গলাকাটা মৃতদেহ পড়ে আছে।
পরে পুলিশকে খবর দেন ম্যানেজার। এরপর মানিকগঞ্জ সদর থানা পুলিশ এসে মরদেহ সুরৎহাল শেষে মরদেহটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এই বিষয়ে মানিকগঞ্জ র্যাব -৪ সিপিসি-৩ কর্মকর্তা লে.কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, উন্নত তথ্য-প্রযুক্তি ব্যবহার করে রোকসানা হত্যাকারী মোঃ রুবেল’কে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোকসানা হত্যার দায় স্বীকার করেছে। রুবেলের দেয়া তথ্যের ভিত্তিতে মিরপুরে তার ভাড়া বাসার শয়ন কক্ষ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু এবং ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।