ঢাকার ধামরাই পৌরসভার ধামরাই বাজার সন্ধ্যা জুয়েলার্স দোকান থেকে ৮ভরি স্বর্ণ ও ৩০ভরি রোপাসহ ১২লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
গতকাল বুধবার (১৬অক্টোবর) দিবাগত রাতে ধামরাই বাজারে স্বর্ণপট্রি সন্ধ্যা জুয়েলার্স চুরির ঘটনাটি ঘটে। এঘটনায় মালিক সুজিত পাল বাদী ধামরাই থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ ও ভুক্তভোগি সুত্রে জানা যায়, প্রতিদিনের মত বুধবার সারা দিন দোকান করার পর রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় দোকানের মালিক মোঃ সুজিত পাল।
রাতে ঘুম থেকে জেগে সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পায় তার দোকানের সিসি ক্যামেরার মুখ অন্য দিকে করা তখন আমি রাতেই দৌড়িয়ে দোকানে এসে দেখি দোকানের উপরের টিন কেটে ভিতরে প্রবেশ করে সিন্ধুক ভেঙে দোকান থেকে ৮ভরি স্বর্ণ ও ৩০ রোপাসহ প্রায় ১২লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এরপর আমি সকালে পুলিশকে জানালে পুলিশ দোকানে গিয়ে দেখে এসেছে। এবিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়েছিলাম। তাদের দোকানের উপরের টিন কেটে দোকোনের স্বর্ণলংকার চুরি করে নিয়েছে। দোকান মালিক সুজিত পাল থানায় গিয়ে একটি অভিযোগ দিয়েছি।
সেই অভিযোগের ভিত্তিতে মালামাল উদ্ধার ও আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।