1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে বৈষম্য ও অধিকার বিষয়ক জাতীয় সংলাপ অনুষ্ঠিত

এ.এইচ. মিলন নিজস্ব প্রতিনিধি,মানিকগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

বিভিন্ন ঝুঁকিপূর্ণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে যথাযথ সুরক্ষা প্রদানের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা,লক্ষ নির্ধারণ এবং বিতরণ ব্যবস্থা আর উন্নত করার প্রয়োজনে বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সুশাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিকীকরণকে অগ্রসর করার জন্য আরো সংবেদনশীলভাবে এর উত্তম অনুশীলন গুলিকে শক্তিশালীকরন ও সঠিক বাস্তবায়নের লক্ষে গতকাল ২৫ সেপ্টেম্বর সকাল ১০ঃ০০ ঘটিকায় দা ডেইলি স্টার কার্যালয়, ঢাকা এর আজিমুর রহমান কনফারেন্স হল রুমে ওয়েব ফাউন্ডেশন এর উদ্যোগে সামাজিক সুরক্ষা কর্মসূচি বৈষম্য অধিকার বিষয়ে জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়।

ওয়েভ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত জাতীয় সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) জাকিয়া আফরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চ, অর্থনীতি বিভাগ এর চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশ, ব্যাংকিং এন্ড ইস্যুরেন্স বিভাগের অধ্যাপক ডঃ শহীদুল ইসলাম জাহিদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এর গবেষণা পরিচালক ড. এস এম জুলফিকার আলী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ এর গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর, সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক (নিবন্ধন) আইয়ুব খান, থ্রীভ এক্টিভিটি, কেয়ার বাংলাদেশের চিফ অব আমানুর রহমান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশন এর উপ-পরিচালক কানিজ ফাতেমা, প্রকল্পের কর্মসূচি উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের এসপিপিএস প্রকল্পের সমন্বয়কারী মীর মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ এম শাহান। উক্ত অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক, যুব ও ছাত্র প্রতিনিধি, লোক মোর্চা ও প্রকল্প অংশগ্রহণকারী নাগরিক সমাজের প্রতিনিধি এবং ইয়ুথ এ্যাসেমব্লি’র সদস্য, নারী প্রতিনিধি, সাংবাদিক, সুশীল নাগরিক সমাজ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট