1. sunrisebangla24@gmail.com : দৈনিক সানরাইজ বাংলা : দৈনিক সানরাইজ বাংলা
  2. info@www.dailysunrisebangla.com : দৈনিক সানরাইজ বাংলা :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসির মন্দির ও থানা পরিদর্শন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মঈন খান হিন্দুদের মন্দির ও ধামরাই থানা পরিদর্শন করেন।

আজ মঙ্গলবার (২৭আগস্ট) বেলা দুইটার দিকে ধামরাই পৌরসভার কায়েতপাড়া এলাকায় শ্রী শ্রী যশোমাধব মন্দির ও ধামরাই থানা পরিদর্শন করেন। মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে মেজর জেনারেল মো. মঈন খান বলেন, কোন ভয়ভীতি নেই, যদি কেউ ভয়ভীতি দেখায় আমাদের জানাবেন।আপনাদের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করবে।

আপনারা যেন সুন্দরভাবে জীবনযাপন ও ব্যবসা করতে পারেন সেটা নিশ্চিত করা হবে।নিজেদের মধ্যে সম্প্রতি বজায় রাখা হল সবচেয়ে বড় কথা। কোনো সমস্যা হলে সেনাবাহিনীর সদস্যদের জানাবেন, তারা মুহূর্তের মধ্যে চলে আসবে।’’ ধামরাই থানা পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন,”সেনাবাহিনী পুলিশকে সর্বোচ্চ সহায়তা করবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সবার আস্থা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আপনারা নির্ভয়ে কাজ করবেন। আপনাদের কোন সমস্য হলে আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের কাজে সহযোগিতা করবো।

থানা থেকে দুরে কোথাও অভিযানে গেলে আমাদের ফোর্স আপনাদের সাথে থাকবে। আপনারা নতুন করে মানুষের আস্থা অর্জন করে জনগণের পাশে থাকবেন। এ সময় উপস্থিত ছিলেন, সাভার সেনানিবাসের ৮১ ইনফেন্ট্রি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইফুল্লাহ, কমান্ডিং অফিসার ৮ প্রকৌশলী ব্যাটালিয়ন লে. কর্নেল মাহফুজুর রহমান, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লাহ আল মামুন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) মোঃ জামাল হোসেন, ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি আশরাফ আলী, ধামরাই পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট