দেশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। একদিকে চারলেনের কাজ চলমান, অন্যদিকে ঈদের আগে পরিবহনের চাপ বাড়ার কারণে কোথাও কোথাও যানজটের কারণে থেমে আছে গাড়ি।
আজ বুধবার (১২ জুন) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারী ব্যক্তিরা।
মঙ্গলবার দিনগত গভীর রাত থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপার থেকে যানজট শুরু হয়। পরে আস্তে আস্তে যানজট গিয়ে পৌঁছায় টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার সড়কে। তবে ঢাকাগামী পরিবহনগুলো সেতু পার হয়ে ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করায় সকাল থেকে কমতে থাকে যানজট।
এদিকে, ঈদুল আজহার আগে সড়কে যানবাহনের সংখ্যা বাড়ায় টোল আদায় বাড়ছে বঙ্গবন্ধু সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।
এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে চারলেনের কাজ চলমান রয়েছে। রাতের বেলায় পরিবহন চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।